চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চীনের ৮ এপস নিষিদ্ধ করলেন ট্রাম্প

৬ জানুয়ারি, ২০২১ | ১২:২০ অপরাহ্ণ

চীনের আটটি লেনদেনের এপস নিষিদ্ধের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিষিদ্ধ এপসগুলো হল- আলিপে, কিউকিউ ওয়ালেট এবং উইচ্যাট পে, টেনসেন্ট কিউকিউ, ক্যামস্ক্যানার, শেয়ারইট, ভিমেট, ডব্লিউপিএস অফিস। খবর বিবিসি।

৪৫ দিনের ভেতর কার্যকর হওয়া এই আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য এপসগুলো হুমকি।

ট্রাম্প এই আদেশে যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন।

মার্কিন প্রশাসন বলছে, এই এপসগুলো যে তথ্য সংগ্রহ করে সেসব চীনা সরকারের সঙ্গে শেয়ার করে থাকতে পারে।

গত নির্বাচনে হেরে যাওয়া ট্রাম্প অফিস ছাড়ার আগে নানা ধরনের বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন। প্রেসিডেন্ট হিসেবে তার হাতে আর মাত্র ১৬ দিন সময় আছে। এই দিনগুলোতে তিনি কী করেন, সেটি নিয়ে মার্কিন মুলুকে নানা আলোচনা চলছে। নতুন বছরের পার্টি ফেলে ফ্লোরিডা থেকে রহস্যময়ভাবে আগেভাগে অফিসে ফিরেছেন।

ট্রাম্প নির্বাচনে পরাজয় স্বীকার করে নিতে অস্বীকৃতি জানাচ্ছেন আর বাইডেনের জয় ‘প্রতারণার মাধ্যমে এসেছে’ বলে কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করছেন।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট