চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মালেশিয়ায় ভূমিধস: বাংলাদেশি কর্মীর মৃত্যুর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

৫ জানুয়ারি, ২০২১ | ১:৪১ অপরাহ্ণ

মালয়েশিয়ায় ভারি বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসের ঘটনা ঘটেছে। দেশটির কেএম৯২ জালান গুয়া মুসাং-লজিং এলাকায় গত রবিবার (৩ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক বাংলাদেশি কর্মীর মৃত্যুর আশঙ্কা করছে পুলিশ।

সোমবার (৪ জানুয়ারি) মালয় মেইল জানায়, ভূমিধসে বাংলাদেশি কৃষি খামারের কর্মী ৩৭ বছর বয়সী মোহাম্মদ জিয়ারুল আকন্দ নিখোঁজ রয়েছেন। ভূমিধসে দুই কিলোমিটার রাস্তায় পাথর, কাঠ ও মাটি পড়ে অচলাবস্থা তৈরি হয়েছে। এতে আটকে পড়ে চার চাকার দুটি গাড়ি। কাদামাটিতে গাড়ি দুইটি ভেসে গেলেও ভাগ্যক্রমে দুই চালক বেঁচে যান।

জেলা পুলিশ জানায়, খামারের কাছেই এ ভূমিধস হয়। সেদিন রাতে জিয়ারুল ঘরে ফেরেননি। পরদিন সকাল পর্যন্ত খোঁজাখুঁজি করেও খামারের মালিক তার সন্ধান পাননি। পরে জিয়ারুলকে খুঁজে না পেয়ে সোমবার দুপুরে থানায় অভিযোগ করেন খামারের মালিক। বিকেলে বৃষ্টির মধ্যে পুলিশ নিখোঁজ আকন্দকে উদ্ধার কার্যক্রমে নামে।

পুলিশ কর্মকর্তা সিক সুন ফু বলেন, ‘প্রাপ্ত তথ্যানুযায়ী যে স্থানে ভূমিধস হয়েছে তার কাছাকাছি অবস্থান করছিলেন জিয়ারুল। ধারণা করা হচ্ছে, মাটির নিচে চাপা পড়ে তার মৃত্যু হতে পারে।’

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন