চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ভারতে শ্মশান প্রাঙ্গণে ছাদ ধসে নিহত ২৫

আর্ন্তজাতিক ডেস্ক

৪ জানুয়ারি, ২০২১ | ৬:২৪ অপরাহ্ণ

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের এক শ্মশান প্রাঙ্গণে ছাদ ধসে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

 

রবিবার একটি শেষকৃত্যে অংশ নিতে তারা সেখানে জড়ো হয়েছিলেন। ছাদ যখন ধসে পড়ে তখন শ্মশানে মরদেহ পোড়ানো হচ্ছিল। বৃষ্টি থেকে বাঁচার জন্য শ্মশান প্রাঙ্গণের একটি ভবনে অবস্থান করছিলেন অন্তত ৪০ জন। ওই সময় ছাদ ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভির

 

এসময় সেখানে আটকা পড়েন অনেকে। এখন পর্যন্ত ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। অন্যদের উদ্ধারে এখনও কাজ চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

দেশটির রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

 

পুলিশ জানায়, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে নিচে কেউ আটকে আছেন কি না তা অনুসন্ধান করছেন।

 

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও শোক প্রকাশ করে তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের তাগিদ দিয়েছেন তিনি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন