চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

করোনার টিকা নেওয়ার পর চিকিৎসক অসুস্থ, আইসিইউতে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

৩ জানুয়ারি, ২০২১ | ১০:৪৩ পূর্বাহ্ণ

ফাইজার-বায়োএনটেকের তৈরি কোভিড-১৯-এর টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন মেক্সিকোর এক তরুণ চিকিৎসক। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওই চিকিৎসককে দ্রুত হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মেক্সিকো কর্তৃপক্ষ। তবে ওই চিকিৎসকের নামপরিচয় জানা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ফাইজারের টিকা নেওয়ার পর ৩২ বছর বয়সী এক নারী চিকিৎসকের খিঁচুনি, শ্বাসকষ্ট ও ত্বকে লালচে দাগ দেখা দেয়। ওই চিকিৎসককে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় নুয়েভো লিওন প্রদেশের একটি সরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।

মেক্সিকোর ওই চিকিৎসকের শারীরিক অবস্থার বিষয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গত শুক্রবার রাতে এক বিবৃতিতে বলেছে, ‘প্রাথমিক পরীক্ষায় যা বোঝা যাচ্ছে তিনি (চিকিৎসক) এনসেফ্যালোমায়েলিটিসে আক্রান্ত হয়েছেন।’ এনসেফ্যালোমায়েলিটিস হলে মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডে জ্বলুনি হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন