চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

করোনায় সংক্রমণ-মৃত্যু দুটোই কমেছে নতুন বছরের প্রথম দিনে

আন্তর্জাতিক ডেস্ক

২ জানুয়ারি, ২০২১ | ১:৩৫ অপরাহ্ণ

বিদায়ী বছরের করোনার ধ্বংসলীলা কাটিয়ে নতুন বছর মানুষের জন্য নিয়ে এসেছে শুভ বার্তা। ওয়ার্ল্ডো মিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে শুক্রবার (১ জানুয়ারি) গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছে ৫ লাখ ৬১ হাজার ৯১৩ জন। এর আগের দিন করেনায় সংক্রমিত হয়েছে ৭ লাখ ৩৬ হাজার ৬৮০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ৯ হাজার ৪৭০ জনের। আগের দিন এই মৃতের সংখ্যা ছিল ১৩ হাজার ৪১১ জন। অর্থাৎ বছরের প্রথম দিনেই কমেছে করোনায় সংক্রমণ ও মৃত্যু।

এদিকে বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৮ কোটি ৪৩ লাখ ৭৫ হাজার। এখন পর্যন্ত মারা গেছে ১৮ লাখ ৩৫ হাজার ২২১ জন। আর সুস্থ হয়েছে প্রায় ৫ কোটি ৯৬ লাখ ৩৫ হাজার জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৩ হাজার ৪৩৮ জন। আর যুক্তরাষ্ট্রে করোনায় গত একদিনে নতুন করে প্রায় ১ লাখ সাড়ে ৬৬ হাজারের মতো সংক্রমিত হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল প্রায় ২ লাখ ৩৪ হাজার। মোট সংক্রমণ দাঁড়িয়েছে ২ কোটি ৬ লাখ ১৭ হাজারের বেশি। দেশটিতে করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৬ হাজার ৪৪৫ জন।

পূর্বকোণ/এএ/এএইচ

শেয়ার করুন