চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বছরের শেষ দিনেও রেকর্ড করোনা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

১ জানুয়ারি, ২০২১ | ১২:১১ অপরাহ্ণ

বিশ্বজুড়ে আবারও ভয়ংকর হতে শুরু করছে মহামারি করোনা ভাইরাস। করোনা ভয়ংকর রূপ ধারণ করলেও আশার আলো দেখাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনার টিকা। তবে আশার আলোর মধ্যেও বছরের শেষ দিনে এসে দুঃসংবাদ শুনতে হলো বিশ্ববাসীকে। এই দিনে রেকর্ড করোনা শনাক্ত হয়েছে। একদিনে সর্বোচ্চ করোনা রেকর্ড নিয়ে বিদায় জানাতে হয়েছে বছরটিকে।   

      

ওয়ার্ল্ডো মিটারের পরিসংখ্যান অনুযায়ী, বছরের শেষ দিন বিশ্বব্যাপী রেকর্ড ৭ লাখ ৩৬ হাজার ৬৮০ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর আগে গত ১৭ ডিসেম্বর সর্বোচ্চ ৭ লাখ ৩৬ হাজার ১১৭ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৭ লাখ ৩৬ হাজার ৬৮০ শনাক্তে করোনার মোট সংক্রমণ দাঁড়িয়েছে ৮ কোটি ৩৮ লাখ সাড়ে ৯ হাজারের বেশি। একই সময়ে ১৩ হাজার ৪১১ মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ১৮ লাখ ২৫ হাজার ৭৮০ জনে দাঁড়িয়েছে।

একইসঙ্গে করোনা আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের দুটিই এখনো লাগামহীন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৩ হাজার ৮৮০ জন।

গত একদিনে যুক্তরাষ্ট্রে নতুন করে আরও ২ লাখ সাড়ে ২৮ হাজারের মতো সংক্রমিত হয়েছে। মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৪ লাখ ৪৫ হাজারের বেশি।

করোনার নতুন ধরন ছড়িয়ে পড়া যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণে আরও বেড়েছে। দেশটিতে নতুন করে ৫৫ হাজার ৮৯২ জন আক্রান্ত হয়েছে। মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ২৪ লাখ ৮৯ হাজারে। আরও ৯৬৪ মৃত্যুতে মোট মৃত্যু সাড়ে ৭৩ হাজার ছাড়িয়েছে।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট