চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

গণহারে টিকা ব্যবহারের অনুমতি দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০২০ | ১:৩২ অপরাহ্ণ

করোনাভাইরাসের টিকা প্রথমবারের মতো গণহারে ব্যবহারের অনুমোদন দিয়েছে চীন।

আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় সহায়তাপ্রাপ্ত ওষুধ প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি এই টিকা ব্যবহারের অনুমোদন দেয়া হয়।

শীতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কার পেক্ষাপটে এই টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। তবে গণহারে টিকা ব্যবহারের অনুমদোনের ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

এদিকে গতকাল বুধবার টিকা উৎপাদনে যুক্ত বেইজিং বায়োলজিক্যাল প্রোডাক্টস ইনস্টিটিউট (সিনোফার্মের সহযোগী প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপের শাখা) বলেছে, এই টিকা করোনা প্রতিরোধে ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকর।

এর আগে সর্বপ্রথম সৌদি আরব সরকার তাদের দেশে সিনোফার্মের তৈরি এই টিকা ব্যবহারের অনুমোদন দেয়। আর টিকাটির ১২ লাখ ডোজ কিনে রেখেছে পাকিস্তান।

ফেব্রুয়ারির শেষ হওয়ার আগে পর্যন্ত ৫ কোটি মানুষকে করোনার টিকা দেবে কর্তৃপক্ষ। প্রথমে ফ্রিতে এই টিকা প্রয়োগের চিন্তা ছিল। তবে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী তার দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট