২৮ ডিসেম্বর, ২০২০ | ১০:০৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
সব জাতের পেঁয়াজ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত। আগামী ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। গত কয়েক সপ্তাহে পেঁয়াজের দাম কমায় সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আজ সোমবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব ধরনের পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয়া হবে।
এর আগে গত সেপ্টেম্বরে স্থানীয় বাজারে দর সহনীয় পর্যায়ে রাখতে সব জাতের পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেয় দেশটি। ভারতে ভয়াবহ বন্যায় অনেক পেঁয়াজের আবাদি জমি তলিয়ে যাওয়ার পরই ওই নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটির কেন্দ্রীয় সরকার।
তথ্যসূত্র: রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া
পূর্বকোণ / আরআর
The Post Viewed By: 723 People