চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘উদ্যোগী’ মমতা বন্দ্যোপাধ্যায়

ভেস্তে যাওয়া বৈঠকে ফের ডাক সিনিয়র ডাক্তারদের!

১৬ জুন, ২০১৯ | ১:০৫ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : মুখ্যমন্ত্রীর দফতর থেকে সিনিয়র ডাক্তারদের ফোন করে জানানো হয়, জুনিয়র ডাক্তাররা যদি নাও আসেন, তাঁরা যেন আরেকবার এসে বৈঠক করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। যা থেকে পরিষ্কার, দেরিতে হলেও সমস্যার সমাধানে উদ্যোগ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন শুক্রবারই। সেই বৈঠক থেকেই আরজিকরের আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাছে তিনি বার্তা পাঠিয়েছিলেন, আলোচনায় আসুক ওঁরা।
কিন্তু শনিবার বিকেলের সেই বৈঠকে যে তাঁদের কোনও প্রতিনিধি আসছেন না, তা এদিন সকালেই জানিয়ে দেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।
আরজিকরের সিনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন শুক্রবারই। সেই বৈঠক থেকেই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাছে তিনি বার্তা পাঠিয়েছিলেন, আলোচনায় আসুক ওঁরা।
কিন্তু শনিবার বিকেলের সেই বৈঠকে যে তাঁদের কোনও প্রতিনিধি আসছেন না, তা এদিন সকালেই জানিয়ে দেন জুনিয়র ডাক্তাররা। আর ঠিক পরেই পাঁচ সিনিয়র ডাক্তারও জানিয়ে দেন, মূলত জুনিয়র ডাক্তারদের সঙ্গেই যেহেতু মুখ্যমন্ত্রীর বৈঠক হওয়ার কথা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট