চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিদেশিদের জন্য ওমরা স্থগিত করলো সৌদি

সৌদি আরব সংবাদদাতা

২২ ডিসেম্বর, ২০২০ | ১২:০৯ পূর্বাহ্ণ

মহামারি করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে বিদেশিদের জন্য আবারও সাময়িকভাবে পবিত্র ওমরা পালন স্থগিত করেছে সৌদি আরব সরকার। গতকাল সোমবার সৌদি আরব কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। বিভিন্ন দেশের সঙ্গে সৌদি আরবের ফ্লাইট বন্ধের ঘোষণার সঙ্গে সঙ্গে ওমরা যাত্রীদের বহনকারী ফ্লাইটও স্থগিত করা হয়েছে।

এর আগে নভেম্বর মাসের ৪ তারিখ থেকে বিদেশি ওমরা যাত্রীদের জন্য সাতমাস পর ওমরা ভিসা উন্মুক্ত করে দেশটি। ওমরা স্থগিতের ঘোষণা দেওয়া হলেও দেশটিতে আটকে পড়া যাত্রীদের জন্য এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লাইট এ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ ও তাদের প্রতিবেদন বিশ্লেষণের পর তা আরও এক সপ্তাহের জন্য বাড়ানো হতে পারে।

তবে বর্তমানে সৌদি আরবে অবস্থানরত অন্য দেশের কোনো ফ্লাইট থাকলে তা সৌদি আরব ত্যাগ করতে পারবে বলে জানিয়েছে দেশটির জেনারেল অথরিটি ফর সিভিল এভিয়েশন (জিএসিএ)।

 

 

 

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন