২০ ডিসেম্বর, ২০২০ | ১০:৫৯ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক
বলিভিয়ায় মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ১৯ বছরের এক তরুণী। মন্ত্রিসভায় ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্ব পাওয়া ওই তরুণীর নাম সিয়েলো ভিজাগা। তিনি নারী ফুটবল দলের সদস্যের পাশাপাশি এখন থেকে তিনি দেশটির যুবকদের ক্রীড়া উন্নয়নের দায়িত্বও পালন করবেন। দক্ষিণ আমেরিকার ওই দেশটির ক্ষমতাসীন দল মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) তাকে এ দায়িত্ব দিয়েছে বলে জানা গেছে।
বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্স বলছেন, দেশের ক্রীড়াঙ্গনের উন্নতির স্বার্থে কিছু উদ্যোগের অংশ হিসেবে সিয়েলোকে ক্রীড়া উপমন্ত্রী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দায়িত্ব পাওয়ার পর প্রথম ভাষণে সিয়েলো ভিজাগা বলেন, যেকোনো মহামারির বিরুদ্ধে খেলাধুলা সর্বশ্রেষ্ঠ ওষুধ। কোনো দেশকে ঐক্যবদ্ধ রাখার সেরা রেসিপিও খেলাধুলা। আমি এখন থেকে বলিভিয়ার খেলার উন্নয়নে তরুণদের নিয়ে কাজ করব।
পূর্বকোণ/আরপি
The Post Viewed By: 175 People