চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এস্তোনিয়ায় বরফের পানিতে সাড়ে ১২ কি.মি সাঁতার কাটার রেকর্ড

এস্তোনিয়ায় বরফের পানিতে সাড়ে ১২ কি.মি সাঁতার কাটার রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২০ | ৯:৩৯ অপরাহ্ণ

 

বরফের ঠাণ্ডা পানিতে সাঁতার কেটে রেকর্ড গড়লেন এস্তোনিয়ার সাঁতারুরা। সম্মিলিত রেকর্ড সাড়ে ১২ কিলোমিটার সাঁতার কাটেন উত্তর-পূর্ব ইউরোপের দেশটির ওই ৫০৫ জন প্রতিযোগী। এদের মধ্যে সর্বকনিষ্ঠদের বয়স ৯ বছর ও বয়স্কদের মধ্যে সর্বোচ্চ ৮০ বছর বয়সী সাঁতারুও ছিলেন।

এস্তোনিয়ার রয় ভিসারস নামে এক সাঁতারু বলেছেন, নিজের শরীর সুস্থ রাখতেই সাঁতার কাটি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই এর পাশাপাশি সাইকেলও চালাই। করোনা সংক্রমণের ভয়ে মাস্ক পরে ঘরে বসে থাকলে হবে না। বাইরে বেরিয়ে নিজেকে সুস্থ রাখতে হবে। ডায়েটের জন্য আমরা প্রতিদিনের খাবারে রসুন অবশ্যই রাখি। তাছাড়া খোলা বাতাসে না বের হলে নিজেকে সুস্থ রাখা সম্ভব না।

ইয়াহু নিউজ সূত্রে জানা যায়, রাশিয়ার সাবমেরিন শিপইয়ার্ডের বরফের ঠাণ্ডা পানিতে আয়োজিত ওই প্রতিযোগিতায় পাঁচ শতাধিক অ্যাথলেট অংশ নেন। চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে আয়োজিত সাঁতার প্রতিযোগিতাটি প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন