চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জম্বু-কাশ্মীরে সংঘর্ষে ৫ পাক সেনা নিহত

আর্ন্তজাতিক ডেস্ক

১২ ডিসেম্বর, ২০২০ | ৬:৩৮ অপরাহ্ণ

জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সীমান্তরক্ষীদের সাথে পাক সেনাদের সংঘর্ষে ৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, নিয়ন্ত্রণ রেখার পুঞ্চ সেক্টরে যুদ্ধবিরতি ভঙ্গ করে পাকিস্তানি সেনারা আগে গুলি চালায়। তাৎক্ষণিক জবাব দেয় ভারতীয় সেনারাও।

বৃহস্পতিবার রাতে হঠাৎ করে সীমান্তে ওই সংঘর্ষের বিষয়ে উভয় দেশের কেউই আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছুই জানায়নি।

ভারতের প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার হঠাৎ করেই পাক সেনারা মানকোট সেক্টরের পুঞ্চ জেলা সীমান্তে হামলা শুরু করে। পাকিস্তানি হামলায় অঞ্চলটিতে বেসামরিক বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানায় ওই সূত্র। এরপরই রাতভর পাল্টা জবাব দেয়া শুরু করে ভারতীয় বাহিনী।

দুই ঘণ্টা ধরে সীমান্তে উভয় পক্ষের ওই গোলাগুলি চলে। এতে পাকিস্তানের ৫ সেনা নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টিভির খবরে জানা গেছে, জম্মু-কাশ্মীরে চলতি বছর পাকিস্তানি সেনারা ৩২০০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। দেশটির সেনাদের হামলায় ৩০ বেসামরিক নাগরিক প্রাণ হারান। আহত হয়েছেন শতাধিক মানুষ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন