চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মালয়েশিয়ায় যুবককে মারধরের ঘটনায় বাংলাদেশিকে খুঁজছে পুলিশ

মালয়েশিয়ায় যুবককে মারধরের ঘটনায় বাংলাদেশিকে খুঁজছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

২৮ নভেম্বর, ২০২০ | ৯:৪৫ অপরাহ্ণ

মালয়েশিয়ায় সন্দেহভাজন এক বাংলাদেশিকে খুঁজছে দেশটির পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দেশটির জহুর প্রদেশের জালান তেব্রাউয়ের একটি হাইওয়েতে এক মালয়েশিয়ান যুবকের সঙ্গে ওই বাংলাদেশি যুবকের মারামারির ঘটনা ঘটে। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে মারামারি ভিডিও ভাইরাল হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্দেহভাজন ওই ব্যক্তি ৩৯ বছর বয়স্ক মালয়েশিয়ান যুবককে একটি লোহার রড দিয়ে আঘাত করেছে। এতে তিনি মাথায় ও পায়ে গুরুতর আঘাত পান। পরে পুলিশ রাত ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করান। বর্তমানে আহত ওই যুবকের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

জোহর বাহরু সেলাতান (জেবিএস) জেলা পুলিশ প্রধান এসিপি পাজলি মোহাম্মদ জাইন জানান, মারামারির মামলাটি দণ্ডবিধির ৩২৬ ধারায় তদন্ত করা হচ্ছে। এছাড়া ৩০ বছর বয়সী বাংলাদেশি ওই যুবকের তথ্য যাদের কাছে আছে তাদের ০৭-২১৮২৩২৩ নম্বরে যোগাযোগ করার আহ্বানও জানান তিনি।

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট