চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পাকিস্তানে ধর্ষকদের পুরুষত্ব কাড়ার আইন অনুমোদন

আর্ন্তজাতিক ডেস্ক

২৫ নভেম্বর, ২০২০ | ২:৪১ অপরাহ্ণ

ধর্ষকদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপে যাচ্ছে পাকিস্তান সরকার। এবার  রাসায়নিক পদার্থ প্রয়োগের মাধ্যমে ধর্ষকদের পুরুষত্ব কেড়ে নেয়ার আইন অনুমোদন দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

দেশটির প্রভাবশালী টিভি চ্যানেল জিও টিভি মঙ্গলবার জানিয়েছে, মন্ত্রিসভার মিটিংয়ে ইমরান খান আইনের নৈতিক অনুমোদন দেন।

ইমরান খান এ সময় বলেন, ‘এটি খুব গুরুত্বর বিষয়। নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আইন প্রয়োগে দেরি করা উচিত হবে না।’

প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ষণের শিকার নারীরা কোনো ভয় ছাড়াই অভিযোগ করতে পারবেন। সরকার থেকে তাদের পরিচয় গোপন রাখার বিষয়টি নিশ্চিত করা হবে।

প্রধানমন্ত্রী আরো বলেছেন, নির্যাতিতারা নির্ভয়ে অভিযোগ দায়ের করতে পারেন। তার এবং তার পরিবারের নিরাপত্তা এবং পরিচয় গোপন রাখার দায়িত্ব সরকারের।

পাকিস্তানে তেহরিক ই ইনসাফ সরকারের আমলে ধর্ষণ ও যৌন নিগ্রহের ঘটনা বেড়ে গেছে। পাকিস্তানের আইনসভায় দীর্ঘ বিতর্কের পর সিদ্ধান্তটি গৃহীত হয়েছে বলে জানিয়েছে জিও টিভি। ২০১৮ সালের একটি ধর্ষণের ঘটনা থেকেই এই সিদ্ধান্ত।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন