চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হিজাব এবার নিউজিল্যান্ড পুলিশের ইউনিফর্মে

হিজাব এবার নিউজিল্যান্ড পুলিশের ইউনিফর্মে

আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর, ২০২০ | ৭:০৬ অপরাহ্ণ

মুসলিম নারীদের পুলিশ বাহিনীতে যোগদানে উদ্বুদ্ধ করতে এবার পোশাকে হিজাব অন্তর্ভুক্ত করেছে নিউজিল্যান্ড। আজ বুধবার (১৮ নভেম্বর) বিবিসির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে ২০০৪ সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মাহা শুক্কুর তার পোশাকের সঙ্গে হিজাব পরেন। এছাড়া ২০০৬ সালে যুক্তরাজ্যের লন্ডন পুলিশ ও ২০১৬ সালে স্কটল্যান্ড পুলিশ সিদ্ধান্ত নেয় যে মহিলা পুলিশ সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরতে পারবেন।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ড পুলিশে নবনিযুক্ত পুলিশ কনস্টেবল প্রথম নারী পুলিশ কর্মকর্তা হিসেবে জিনা আলি আনুষ্ঠানিকভাবে তার পোশাকের সঙ্গে হিজাব পরবেন।

নিউজিল্যান্ড পুলিশের এক মুখপাত্র বলেছেন, দেশটির বহু জাতি-গোষ্ঠীর সদস্যদের নিয়ে আরও বিস্তৃত পরিসরে সেবা প্রদান নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। আশা করা যায়, ফলে আরও বেশি মুসলমান নারী পুলিশ বাহিনীতে যোগ দিতে আগ্রহী হবে।

নিউজিল্যান্ডের পুলিশ জানিয়েছে, পুলিশ কর্মকর্তারা পুলিশের সেকেন্ডারি স্কুল পরিদর্শন করে সুপারিশ করলে ২০১৮ সাল থেকেই ইউনিফর্মের সঙ্গে হিজাব সংযুক্ত করার ব্যাপারে কাজ শুরু করেন তারা।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট