চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

গোল্ডেন ভিসার ক্যাটাগরি বাড়ানোর ঘোষণা আমিরাতের

গোল্ডেন ভিসার ক্যাটাগরি বাড়ানোর ঘোষণা আমিরাতের

আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর, ২০২০ | ১০:২০ অপরাহ্ণ

গোল্ডেন ভিসার ক্যাটাগরি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ ডিগ্রিধারী, পেশাজীবী ছাড়াও অন্যান্য বিদেশিদেরও এ ভিসা দেবে মধ্যপ্রাচ্যের দেশটি। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম এই ঘোষণা দিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাই শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ এক বিবৃতিতে জানান, সব ধরনের ডক্টরেট ডিগ্রিধারী, মেডিকেল চিকিৎসক, কম্পিউটার, ইলেকট্রনিক্স, প্রোগ্রামিং, ইলেকট্রিক্যাল ও বায়োটেকনোলজি প্রকৌশলী এ ভিসার আওতায় পড়বেন। এছাড়া দেশটিতে অধ্যয়নরত দেশসেরা শিক্ষার্থী ও বিশেষ কিছু বিশ্ববিদ্যালয় থেকে ৩ দশমিক ৮ বা তার ওপরে সিজিপিএ অর্জনকারীরাও থাকবেন এই তালিকার অন্তর্ভুক্ত হবেন।

গোল্ডেন ভিসার মাধ্যমে আরব আমিরাতে একজন বিদেশি ১০ বছর বসবাসের সুযোগ পান। ক্যাটাগরি বাড়লে আরো বেশি সংখ্যক বিদেশি এ ভিসার আওতায় দেশটিতে অবস্থান করতে পারবেন।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন