চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

অবৈধ অভিবাসীদের বৈধতার সুখবর মালয়েশিয়ায়

অবৈধ অভিবাসীদের বৈধতার সুখবর মালয়েশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক

১২ নভেম্বর, ২০২০ | ১১:২৫ অপরাহ্ণ

অবৈধ অভিবাসীদের শর্ত সাপেক্ষে বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ বিন জায়নুদ্দিন আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) মন্ত্রণালয়ে এক বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান উপস্থিত ছিলেন।

হামজাহ বিন জায়নুদ্দিন বলেন, অভিবাসীদের জন্য দুটি প্রক্রিয়া হাতে নেয়া হয়েছে। একটি নিজ নিজ দেশে ফিরে যাওয়া ও অপরটি পুনঃস্থাপন প্রক্রিয়ায় বৈধকরণ। আগামী সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু করে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বৈধকরণ প্রক্রিয়া চলবে। তবে এ প্রক্রিয়া ইমিগ্রেশন বিভাগ, মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং অন্যান্য সরকারি সংস্থা বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, কন্স্ট্রাকশন, ফ্যাক্টরি, পাম অয়েল ও কৃষি এই চার সেক্টরে অবৈধরা বৈধতার সুযোগ পাবেন। এর আওতাভুক্ত হিসেবে থাইল্যান্ড, কম্বোডিয়া, নেপাল, মিয়ানমার, বাংলাদেশসহ ১৫টি দেশের অধৈব অভিবাসী শ্রমিকরা রয়েছেন। এক্ষেত্রে কোনো প্রকার এজেন্ট গ্রহণযোগ্য হবে না।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন