১২ নভেম্বর, ২০২০ | ৪:৪৪ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক
বিশ্ব উষ্ণায়ন যে হিমালয় ও দুই মেরুর ওপর বোড় মাত্রায় প্রভাব ফেলতে চলেছে একথা আজ আর নতুন করে অজানা কোনও তথ্য না। কিন্তু সম্প্রতি স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য বলছে ‘শেষ এসে গেছে’। সাম্প্রতিক সময়ে স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে গলছে একটি চীনা হিমবাহ। হিমবাহটি লাওগুউ নং ১২ নামে পরিচিত।
গত দু’বছরে গলে যাচ্ছে এই ২০-বর্গ-কিলোমিটারের হিমবাহ। একদিকে যখন এই চীনা হিমবাহ দ্রুত গতিতে পানি হয়ে যাচ্ছে, তখন বিশ্বব্যাপী উষ্ণায়ন নিয়ে সাধারণ মানুষকে সচেতন করছেন জলবায়ু বিশেষজ্ঞরা।
তারা জানিয়েছেন এর ফলে একাধিক পরিবর্তন হতে পারে, আবার দীর্ঘমেয়াদি পানি সংকটও হতে পারে। তিব্বত মালভূমিতে ৮০০ কিলোমিটার পর্বত শৃঙ্খলের বৃহত্তম হিমবাহ হিসেবে পরিচিত লাওগুউ নং ১২। গবেষকরা বলছেন, এটি বিশ্বউষ্ণায়নের জেরে দ্রুত গতিতে গলছে। এমনকি এটি ৭ শতাংশ হ্রাস পেয়েছে।
পূর্বকোণ/পি-আরপি
The Post Viewed By: 152 People