চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রন ক্লেইনকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করেছেন বাইডেন

আর্ন্তজাতিক ডেস্ক

১২ নভেম্বর, ২০২০ | ১:০৩ অপরাহ্ণ

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদে বহুদর্শী সহযোগী রন ক্লেইনকে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন শিবিরের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। খবর বিবিসির

ক্লেইন ১৯৮০-র দশক থেকে বাইডেনের সহযোগী হিসেবে কাজ করছেন; প্রথমে সেনেটের জুডিশিয়ারি কমিটিতে ও পরে বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকার সময় তার চিফ অব স্টাফ হিসেবে।

বারাক ওবামার সময় হোয়াইট হাউসের জ্যেষ্ঠ সহযোগী ও আল গোর ভাইস প্রেসিডেন্ট থাকাকালে তার চিফ অব স্টাফও ছিলেন ক্লেইন।

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মূলত প্রেসিডেন্টের দৈনন্দিন কাজের তালিকা ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন। তাকে প্রেসিডেন্টের ‘গেটকিপার’ বা দ্বাররক্ষী হিসেবে বর্ণনা করা হয়। পদটি মূলত রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হয়ে থাকে বলে সিনেট কমিটির অনুমোদন লাগে না।

বুধবার বাইডেনের ট্রানজিশন দলের একটি বিবৃতিতে বলা হয়েছে, ক্লেইনকে শ্রদ্ধা জানিয়েছেন বাইডেন।

বাইডেন বলেছেন, “আমরা যখন এই সংকট মূহুর্ত ও আমাদের দেশকে ফের ঐক্যবদ্ধ করার বিষয়টির মোকাবেলা করছি তখন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে আমার দরকার তার গভীর, বিচিত্র অভিজ্ঞতা ও রাজনৈতিক পরিসরের সব ধরনের লোকের সঙ্গে কাজ করার ক্ষমতা।”

নবনির্বাচিত প্রেসিডেন্ট তার ওপর আস্থা রাখায় তিনি ‘গর্বিত’ বলে ক্লেইন এক বিবৃতিতে জানিয়েছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন