চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সৌদি আরবে সমাধিস্থলে বোমা হামলা, আহত ৪

সৌদি আরবে সমাধিস্থলে বোমা হামলা, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

১১ নভেম্বর, ২০২০ | ৯:৪২ অপরাহ্ণ

সৌদি আরবের জেদ্দায় বোমা হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১১ নভেম্বর) সকালে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির স্মরণে একটি সমাধিস্থলে আয়োজিত অনুষ্ঠানে এ হামলা ঘটে। এতে গ্রিসের এক নাগরিকসহ চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর আল-জাজিরা’র।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রিসের এক কনস্যুলেট কর্মকর্তা আল জাজিরাকে জানান, জেদ্দায় অমুসলিমদের সমাধিস্থলে অনুষ্ঠিত এই স্মরণ অনুষ্ঠানে ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের প্রতিনিধি ও কূটনীতিক উপস্থিত ছিলেন। সকালে হওয়া এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফ্রান্স এ হামলার ঘটনার নিন্দা জানিয়ে দেশটিতে অবস্থানরত তাঁর নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছে। জেদ্দায় বসবাসরত ফ্রান্সের নাগরিকদের চলাফেরা এবং একত্রিত হওয়ার ক্ষেত্রে আরোও বেশি সতর্ক থাকতে হয়েছে। তবে হামলা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি। সৌদি কর্তৃপক্ষ বা তাদের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা থেকে এ বিষয়ে এখনো কোনো তথ্য নিশ্চিত করেনি।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফ্রান্সের প্রতিনিধিদের লক্ষ্য করেই ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) সাহায্যে এ হামলা চালানো হয়েছে। সেখানে বহু মানুষ আহত হয়েছে।

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট