চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফার ইন্তেকাল

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফার ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক

১১ নভেম্বর, ২০২০ | ৪:২৯ অপরাহ্ণ

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা মারা গেছেন। যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক হাসপাতালে আজ বুধবার (১১ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, দেশটির সব থেকে বেশি মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ৮৪ বছর বয়সী শেখ খলিফা যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

শেখ খলিফার মৃত্যুতে বাহরাইনে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সময় দেশটিতে রাষ্ট্রীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

তাঁর মৃতদেহ দেশে আনার পর দাফন সম্পন্ন করা হবে। সীমিত সংখ্যক ঘনিষ্ঠজনরা দাফনকার্যে অংশগ্রহণ করবে।

১৯৭০ সাল থেকে বাহরাইনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন শেখ খলিফা। দায়িত্বগ্রহণের পর ১৯৭১ সালের ১৫ আগস্ট স্বাধীনতা লাভ করে দেশটি।

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট