চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

জো বাইডেন ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত

জো বাইডেন ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

৭ নভেম্বর, ২০২০ | ১১:০০ অপরাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভেইনিয়ায় জয়ের মধ্য দিয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে তিনি এই জয়লাভ করেন। তার রানিংমেট কমলা হ্যারিস দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ও প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে বাইডেন পেয়েছেন ২৮৪টি ভোট ও ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট। সংখ্যাগরিষ্ঠ এই জয়ে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হিসেব নির্বাচিত হওয়ার ইতিহাস গড়লেন বাইডেন।

বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলেও এখনও নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, অ্যারিজোনা, নেভাদা ও আলাস্কা- এই পাঁচটি রাজ্যের ফল ঘোষণা বাকি রয়েছে। এর মধ্যে জর্জিয়ার ভোট পুনঃগণনা হচ্ছে।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর চারদিন পর নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ শনিবার (৭ নভেম্বর) বিজয়ীর নাম পাওয়া গেল।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন