চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

চার রাজ্যে ভোট গণনা বন্ধে ট্রাম্প প্রচারণা শিবিরের মামলা

আর্ন্তজাতিক ডেস্ক

৫ নভেম্বর, ২০২০ | ১২:৩৬ অপরাহ্ণ

জর্জিয়া, পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগানে ভোট গণনা বন্ধ করতে মামলা করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির।

ট্রাম্প শিবিরের অভিযোগ জর্জিয়ার চ্যাথাম কাউন্টির ব্যালটের স্তূপে নির্ধারিত সময়ের পর আসা ৫৩টি ব্যালট যুক্ত করেছেন একজন ভোট গণনা কর্মী। এজন্য বুধবার রাজ্যটির কিছু এলাকায় ভোট গণনা স্থগিত করতে আবেদন করে তারা। রাজ্যটির নিয়ম অনুযায়ী ভোটের দিন সন্ধ্যা ৭টার আগে পোস্টল ভোট নির্ধারিত স্থানে পৌঁছানোর কথা। গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড রাজ্য জর্জিয়ায় ট্রাম্প ও বাইডেনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে।

প্রেসিডেন্টের শিবির ‘মঙ্গলবারে দেখতে পাওয়া অস্বাভাবিকতার ভিত্তিতে’ উইসকনসিনে ভোট পুনর্গণনার আবেদন করেছে।

মিশিগানে সামান্য ব্যবধানে বাইডেন জয়ী হবে বলে ধারণা করা হচ্ছে। এখানেও ব্যালট গণনা বন্ধ করতে মামলা করেছে ট্রাম্প শিবির।

পেনসিলভানিয়ায় ভোটের দিনের তিন দিন পরে আসা পোস্টাল ব্যালট গণনার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এপিল করছে রিপাবলিকানরা। এ রাজ্যে লক্ষ লক্ষ ভোট গণনা এখনও বাকি।

তবে বিবিাস জানিয়েছে,  যে এলাকাগুলোতে ‘ব্যালটে প্রতারণা’ হয়েছে, সেসব এলাকায় ভোট গণনা বন্ধ করার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু তিনি নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি ট্রাম্প।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট