চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

তুরষ্কে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১০০

আর্ন্তজাতিক ডেস্ক

৩ নভেম্বর, ২০২০ | ১:০৩ অপরাহ্ণ

তুরস্কে ইজমিরে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০০জনের দাঁড়িয়েছে। মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডি এ তথ্য জানিয়েছে।

তুরস্কে প্রায় একদশকের মধ্যে ভূমিকম্পের ভয়াবহতা এবারই সবচেয়ে বেশি। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের (এএফএডি) হিসাবমতে, ইজমিরে ব্যাপক প্রাণহানির পাশাপাশি আহতও হয়েছে মোট ৯৯৪ জন। এর মধ্যে ১৪৭ জন এখন হাসপাতালে চিকিৎসাধীন বলে এএফএডি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির খবরে বলা হয়েছে, শুক্রবার ওই ভূমিকম্পের পর মোট ১৪৬৪ বার ভূ-কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে ৪৪টি ভূ-কম্পনের মাত্রা ছিল ৪ এর ওপরে।

ভূতাত্ত্বিক চ্যুতি থাকার কারণে তুরস্কের উপকূল ভূমিকম্প প্রবণ; ১৯৯৯ সালে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে দুটি শক্তিশালী ভূমিকম্পে ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

এবারের ভূমিকম্পের কেন্দ্র ছিল সামোসের উত্তর পূর্বে এজিয়ান সাগরে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন