চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভিয়েনায় বন্দুকধারীদের গুলিতে নিহত ২

আর্ন্তজাতিক ডেস্ক

৩ নভেম্বর, ২০২০ | ১০:৫৫ পূর্বাহ্ণ

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সশস্ত্র বন্দুকধারীদের গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

সোমবার রাতে এই হামলার ঘটনা ঘটে বলে বিবিসি অনলাইন জানিয়েছে। 

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টার দিকে বন্দুকধারী ব্যক্তিরা ভিয়েনার কেন্দ্রস্থলের ছয়টি স্থানে এলোপাতাড়ি গুলি চালান। এতে একজন সাধারণ ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। অপরজনের মৃত্যু হয় হাসপাতালে।

হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। অন্তত ১৪ ব্যক্তি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ছয়জনের অবস্থা গুরুতর।

দেশটির চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, হামলাকারীদের একজনও এ ঘটনায় নিহত হয়েছে।

হামলাকারীদের মধ্যে অন্তত একজনকে এখনও ধরা যায়নি এবং পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

পুলিশের বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া একজন সন্দেহভাজন বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 

ভিয়েনার কেন্দ্রস্থলে অবস্থিত ইহুদিদের উপাসনালয় সিনাগগের কাছেও গুলির ঘটনা ঘটেছে। তবে এ সময় সিনাগগ বন্ধ ছিল।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে পুলিশের এক কর্মকর্তাও রয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে অস্ট্রিয়ায় নতুন করে বিধিনিষেধ শুরুর কয়েক ঘণ্টা আগে হামলার এই ঘটনা ঘটল।

ওই সময় বহু মানুষ ভিয়েনার বার ও রেস্তোরাঁগুলোতে ভিড় করেছিলেন, কারণ পুরো নভেম্বর মাস সেগুলো আর খুলবে না।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট