চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নেপাল-পাকিস্তানের পর এবার কাশ্মীরকে ভারতের মানচিত্র থেকে বাদ দিল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

৩০ অক্টোবর, ২০২০ | ১১:২৭ অপরাহ্ণ

ভারতের মানচিত্র থেকে জম্মু-কাশ্মীর এবং লাদাখ নেপাল, পাকিস্তানের পর এবার বাদ দিল সৌদি আরব। এ ঘটনায় ভারত তীব্র প্রতিবাদ জানিয়ে সৌদির কাছে দ্রুত ভুল সংশোধনের আবেদনও করেছে।

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, চলতি বছরের জি২০ বৈঠকের আয়োজক দেশ হিসেবে সৌদি আরব দেশটির মানিটারি অথোরিটি একটি ব্যাঙ্ক নোট তৈরি করেছে। যেখানে জি২০ সদস্য দেশ হিসেবে ভারতের ম্যাপ দেয়া হয়েছে। গত ২৪ অক্টোবর প্রকাশিত হওয়া নোটটিতে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর এবং লাদাখকে দেশটির মানচিত্র থেকে বাদ দেয়া হয়েছে। সেটি দেখার পরেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বৃহৎ প্রজাতন্ত্রের দেশ ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র শুক্রবার (৩০ অক্টোবর) জানান, নয়াদিল্লিতে সৌদি আরব দূতাবাস ও রিয়াদে আরবের প্রতিনিধিদের বিষয়টি জানানো হয়েছে। দ্রুত ভুল স্বীকার করে তারা যাতে ভারতের মানচিত্র সংশোধন করে নেয় তার জন্য আবেদন করা হয়েছে।

একই বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জম্মু-কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। এ কথা সকলকে মনে রাখতে হবে।

তবে নেপাল বা পাকিস্তানের মতো ইচ্ছাকৃতভাবে সৌদি আরব এ কাজ নাও করে থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞদের একাংশ।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন