চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পাকিস্তানে মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭,আহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক, ছবি-এএফপি

২৭ অক্টোবর, ২০২০ | ২:০৯ অপরাহ্ণ

পাকিস্তানের পেশোয়ার শহরের একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭০ জনেরও বেশি।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল প্রায় সাড়ে ৮টার দিকে নগরীর দির কলোনির জামিয়া জুবেরিয়া মাদ্রাসায় বিস্ফোরণের এ ঘটনাটি ঘটেছে বলে ডন নিউজ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই মাদ্রাসায় বিস্ফোরক ভর্তি প্লাস্টিকের একটি ব্যাগ রেখে গিয়েছিল। তা থেকেই বিস্ফোরণ ঘটেছে।

স্থানীয় লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মোহাম্মদ আসিমের ভাষ্যমতে, নিহতদের মধ্যে ২০ থেকে ২৫ বছর বয়সী চার জন শিক্ষার্থী রয়েছেন।

দেশটির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ওয়াকার আজিম বলেন, “ওই মাদ্রাসায় ক্লাস চলাকালীন বিস্ফেরণ ঘটেছে। অজ্ঞাতপরিচয় কোনও ব্যক্তি সেখানে বিস্ফোরক ভর্তি ব্যাগটি রেখে যায়। তবে সেখানে ওই ব্যাক্তি কী ভাবে ঢুকল, তা জানা যায়নি।”

আহতদের মধ্যে দুই জন শিক্ষক আছেন বলে জানিয়েছেন আরেকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।

জ্যেষ্ঠ পুলিশ সুপার মানসুর আমান বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন, প্রাথমিক প্রতিবেদনে বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়েছে বলে ধারণা পাওয়া গেছে।

“বিস্ফোরণে পাঁচ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে,” বলেছেন তিনি।

এলাকাটি ঘিরে রাখা হয়েছে ও পুলিশের টিমগুলো স্বাক্ষপ্রমাণ সংগ্রহ করছে বলে জানিয়েছেন তিনি। কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট