চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

চিকিৎসায় নোবেল পেলেন হেপাটাইটিস-সি ভাইরাসের তিন গবেষক

অনলাইন ডেস্ক

৫ অক্টোবর, ২০২০ | ৪:১৬ অপরাহ্ণ

এ বছর চিকিৎসায় হেপাটাইটিস-সি ভাইরাস আবিষ্কার করে তিন গবেষক হার্ভে জে অল্টার, মাইকেল হিউটন এবং চার্লস এম রাইস নোবেল পুরস্কার পেয়েছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নোবেল কমিটি এ তথ্য জানায়।

আজ সোমবার (৫ অক্টোবর) সুইডেনের করোলিনস্কা ইনস্টিটিউটে চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী হিসেবে এ তিনজনের নাম ঘোষণা করে নোবেল কমিটি।

ওই তিন নোবেলজয়ী হলেন- মার্কিন চিকিৎসাবিদ উইলিয়াম জি. কেইলিন জুনিয়র, গ্রেগ এল সেমেনজা ও ব্রিটিশ চিকিৎসাবিদ স্যার পিটার জে. র্যা টক্লিফ। অক্সিজেনের উপস্থিতি পাওয়ার পর মানবদেহের কোষ কীভাবে সাড়া দেয়; সে বিষয় নিয়ে যুগান্তকরী গবেষণার স্বীকৃতি হিসেবে তারা এই পুরস্কার পান।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট