চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ট্রাম্পের মৃত্যু কামনা করে বার্তা দিলে ব্যবস্থা নেবে টুইটার

ট্রাম্পের মৃত্যু কামনা করে বার্তা দিলে ব্যবস্থা নেবে টুইটার

নিজস্ব প্রতিবেদক

৩ অক্টোবর, ২০২০ | ১১:৪৭ অপরাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু কামনা করে কোনো পোস্ট দিলে তা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। এমনকি প্রতিষ্ঠানটি ব্যবহারকারীর একাউন্ট স্থগিতও করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে ডোনাল্ড ট্রাম্প এখন হাসপাতালে ভর্তি আছেন। টুইটারে তিনি করোনা পজেটিভের খবর দেয়ার পর বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। টুইটার, ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ তার সুস্থতার প্রার্থনা করেন, কেউ আবার মৃত্যু চান!

টুইটার কর্তৃপক্ষের পক্ষ থেকে দেয়া এক বার্তায় বলা হয়, টুইটারে মৃত্যু কামনা করে, কিংবা শারীরিক ক্ষতি কিংবা রোগ চেয়ে যে কারও বিরুদ্ধে কোনো টুইট করা হলে তা প্রত্যাহার করা হবে। প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধি গার্ডিয়ানকে বলেছেন, এটা শুধু ট্রাম্পের ক্ষেত্রে নয় সবার বেলায়ই করা হয়। কিছু সংখ্যক ব্যবহারকারীর একাউন্ট স্থগিত করছেন। তবে প্রতিটি টুইট ধরে ধরে খুঁজে দেখার সুযোগ নাই।

হোয়াইট হাউসের বরাত দিয়ে সংবাদমাধ্যম এপি জানিয়েছে, আগামী কয়েকদিন হাসপাতালে কাটাতে হবে মার্কিন প্রেসিডেন্টকে।

হাসপাতাল থেকে টুইটারবার্তায় ট্রাম্প লিখেন, পুরোপুরি ঠিক আছি বলে মনে হচ্ছে। সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন