চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনা আক্রান্ত ট্রাম্প: বদলে গেল হোয়াইট হাউসের পরিবেশ

করোনা আক্রান্ত ট্রাম্প: বদলে গেল হোয়াইট হাউসের পরিবেশ

আন্তর্জাতিক ডেস্ক

৩ অক্টোবর, ২০২০ | ৮:৩১ অপরাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনা শনাক্ত হওয়ার পর নাটকীয়ভাবে পাল্টে গেছে হোয়াইট হাউজের সমস্ত পরিবেশ। প্রেস সেক্রেটারি কেলিয়া ম্যাকইনানিসহ হোয়াইট হাউজের স্টাফরা মুখে মাস্ক পরা শুরু করেছেন। তাদের অনেকেই এই প্রথমবারের মত মাস্ক পরেছেন।

প্রেসিডেন্টকে ট্রাম্পকে শুক্রবার (২ অক্টোবর) যখন হেলিকপ্টারে করে ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে নেয়া হয় সেসময় হোয়াইট হাউজের লনে উপস্থিত ছিলেন স্টাফরা। এ সময় তাদের সবার মুখে মাস্ক ছিল।

দৈহিক পরিভাষা বিষয়ক বিশেষজ্ঞরা বলেন, ওইসব স্টাফদের এ সময় দেখে তারা ভীত, হতাশাগ্রস্ত মনে হয়েছে।

এমন একজন বিশেষজ্ঞ প্যাতি উড বলেছেন, ওইসব স্টাফ উদ্বিগ্ন ও আতঙ্কগ্রস্ত বলে মনে হয়েছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন মুখে মাস্ক পরার কারণে তার সমালোচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর মাত্র কয়েকদিনের মধ্যেই তিনি করোনায় আক্রান্ত হওয়ায় তাকে হোয়াইট হাউজ থেকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় হোয়াইট হাউজের লনে উপস্থিত ছিলেন স্টাফরা মুখে মাস্ক পরা ছিলেন। এমনকি স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প যখন হোয়াইট হাউজ থেকে বেরিয়ে হেলিকপ্টারে ওঠার সময়ে তার মুখেও মাস্ক দেখা যায়।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট