চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিয়ে করলেই ৬ লাখ ইয়েন মিলবে জাপানে

আন্তর্জাতিক ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২০ | ৪:২১ অপরাহ্ণ

জাপানের ‘নিউলিওয়েড সাপোর্ট প্রোগ্রাম’ হাতে নেয়া পৌরসভার বাসিন্দারা বিয়ে করে নতুন জীবন শুরুর সময় বাসাভাড়া ও অন্যান্য খরচ মেটাতে সর্বোচ্চ ৬ লাখ ইয়েন পর্যন্ত দেয়ার পরিকল্পনা করছে জাপান সরকার।

জাপান সরকারের বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে রবিবার কিয়োডো নিউজ জানায়, আগামী বছরের এপ্রিল থেকে বিয়েতে আর্থিক প্রণোদনা দেয়ার নতুন এ নিয়ম চালুর চিন্তাভাবনা চলছে।

এক্ষেত্রে নতুন বিয়ে করা স্বামী ও স্ত্রী উভয়ের বয়সই ৪০ এর নিচে এবং দুজনের সম্মিলিত আয়ও কোনোভাবেই ৫৪ লাখ ইয়েনের বেশি হতে পারবে না।
 অবিবাহিত থাকতে চাওয়া ও দেরিতে বিয়ে করার প্রবণতার কারণে জাপানে এমনিতেই শিশু জন্মহার অত্যন্ত কম। জন্মহার বাড়াতেই দেশটির সরকার এখন বিয়েতে প্রণোদনা প্রকল্পের আওতা বাড়িয়ে নবদম্পতিদের বেশি অর্থ এবং বয়সের সীমা খানিকটা বাড়িয়ে দেয়ার কথা ভাবছে।
দেশটিতে জন্মহার বৃদ্ধির ক্ষেত্রে বিয়েতে আর্থিক প্রণোদনা বেশ কার্যকর হিসেবে বিবেচিত হচ্ছে।

জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন এন্ড স্যোশাল সিকিউরিটি রিসার্চের এক জরিপে দেখা যায়, ২০১৫ সালের এক জরিপে ২৫ থেকে ৩৪ বছর বয়সী অবিবাহিত পুরুষদের ২৯ দশমিক ১ শতাংশ এবং অবিবাহিত নারীদের ১৭ দশমিক ৮ শতাংশই বিয়ে না করার জন্য অর্থের অভাবকে দায়ী করেছিলেন।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন