চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

উদ্ভিদজাত ‘মাংসের’ জনপ্রিয়তা বাড়ছে চীনে

উদ্ভিদজাত ‘মাংসের’ জনপ্রিয়তা বাড়ছে চীনে

পূর্বকোণ ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২০ | ১১:৫৯ অপরাহ্ণ

বিশ্বে সবচেয়ে বেশি শুকরের মাংস খাওয়া হয় চীনে। শুকরের মাংস উৎপাদনেও শীর্ষে দেশটি। গরুর মাংসও সেখানে বেশ জনপ্রিয়। কিন্তু ভাইরাসের ভয়ে চীনারা এখন খাদ্যাভ্যাসে পরিবর্তন আনছেন। অনেকেই ঝুঁকছেন উদ্ভিদ থেকে তৈরি বিকল্প মাংসের দিকে। ইউরোপ ও আমেরিকাতে এই উদ্ভিদজাত মাংস অবশ্য আরও আগে থেকেই খাওয়া শুরু হয়েছে।

বেইজিংয়ের হোপ ট্রি রেস্টুরেন্ট। এখানে সবসময় ভিড় থাকে। এখানকার ক্রেতাদের মধ্যে এখন উদ্ভিদজাত মাংসের জনপ্রিয়তা বাড়ছে। আদ্রে জিয়াং নামে এক ক্রেতা বলছিলেন, আমি সবসময় গরুর মাংস পছন্দ করতাম। এখন এটা খেলে আপনি বুঝতে পারবেন না যে, এটা সত্যিকারের মাংস নয়। কিন্তু স্বাদটা গরুর মাংসের চেয়ে একেবারে আলাদাও না। আর উদ্ভিদজাত আমিষ গরুর মাংসের চেয়ে স্বাস্থ্যকর।

করোনায় চীনের মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। সারা নামে এক আইনজীবী বলেন, আমার খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। বাইরে খাওয়া বন্ধ করে দিয়েছি। বাসায় রান্না করছি। তুলনামূলক স্বাস্থ্যকর খাবার খাচ্ছি।-সূত্র : ডয়চে ভেলে

 

 

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট