১৯ সেপ্টেম্বর, ২০২০ | ৬:৫৭ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গ ও কেরালায় অভিযান চালিয়ে জঙ্গিগোষ্ঠী আল কায়দা’র ৯ সদস্যকে আটক করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) একটি বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানায়।
বিবৃতিতে এনআইএ জানায়, পশ্চিমবঙ্গ এবং কেরালাসহ দেশের বেশ কয়েকটি জায়গায় আল-কায়দার আন্তঃরাজ্য সক্রিয় চক্র গড়ে উঠেছে বলে তাদের কাছে খবর আসে। এমন খবরের ভিত্তিতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও কেরালার এর্নাকুলামে বেশ কয়েকটি অভিযান চালিয়ে এসব জঙ্গিকে আটক করা হয়। চক্রটি দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদী হামলা চালিয়ে বিভিন্ন জায়গায় নিরীহ মানুষদের মারার পরিকল্পনা করছিল।
এনআইএ আরও জানায়, আটকের সময় তাদের কাছ কাছ থেকে বিপুল পরিমাণে ডিজিটাল ডিভাইস, তথ্য, জিহাদী পত্রিকা, ধারালো অস্ত্র, বন্দুক, স্থানীয়ভাবে তৈরি একটি বুলেটপ্রুফ জ্যাকেট ও বিস্ফোরক বানানোর পদ্ধতি নিয়ে লেখা একাধিক বই পাওয়া গিয়েছে। আটককৃতরা পাকিস্তানে পৃষ্ঠপোষকতা পাওয়া আল কায়দা জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্ট। নিজ নিজ রাজ্যের আদালতে আটককৃতদের উপস্থাপন করা হবে। এরা আর কার কার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় এনআইএ।
পূর্বকোণ/আরপি
The Post Viewed By: 128 People