চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাংলাদেশ এখন ইউএনডিপির নির্বাহী সদস্য

অনলাইন ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২০ | ১২:৪৬ অপরাহ্ণ

জাতিসংঘের ৩ সংস্থা ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএস-এর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ৫৪ ভোটের মধ্যে ৫৩ ভোট পেয়ে ২০২১-২০২৩ মেয়াদে বাংলাদেশ এই সংস্থাগুলোর সদগস্য নির্বাচিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদরদপ্তরে ৫৪ সদস্য বিশিষ্ট জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ইকোসক) এর ৮টি অঙ্গ সংস্থার এই নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২১ সালের ১ জানুয়ারি থেকে নব-নির্বাচিত এই নির্বাহী বোর্ড কাজ শুরু করবে।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বর্তমানে ইউনিসেফ নির্বাহী বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। এছাড়া বাংলাদেশ বর্তমানেও ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডেরও সদস্য।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট