চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জার্মানির জোট সরকার ভাঙনের মুখে!

৪ জুন, ২০১৯ | ২:১৮ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনার ডেস্ক :
নির্বাচনে ব্যর্থতা ও অভ্যন্তরীণ সংকটের জের ধরে জার্মানির জোট সরকারের দুই শরিক দলের ভবিষ্যৎ নিয়ে সংশয় বাড়ছে। এসপিডি দলের নেতা নালেস পদত্যাগের ঘোষণা করায় সেই আশঙ্কা আরো প্রকট হচ্ছে। জার্মানির মহাজোট সরকারের দুই শরিক দলের দিনকাল ভালো যাচ্ছে না।
এক সপ্তাহ আগে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের ইউনিয়ন শিবির অত্যন্ত খারাপ ফল করেছে। একের পর এক নির্বাচনে জোটসঙ্গী এসপিডি দলের ভরাডুবির প্রবণতাও অব্যাহত রয়েছে।
একদিকে জনসমর্থনে ভাটা, অন্যদিকে অভ্যন্তরীণ কোন্দলে ডুবে যাচ্ছে জার্মানির প্রধান দুই রাজনৈতিক দল। এই অবস্থায় জোট সরকারের স্থায়িত্ব নিয়ে সংশয় বাড়ছে।
২০১৭ সালের নির্বাচনের পর দীর্ঘ আলোচনার শেষে এই সরকার গঠিত হয়েছিল।
রবিবার সামাজিক গণতন্ত্রী দলের আন্দ্রেয়া নালেস দলের সভাপতি ও সংসদীয় দলের নেতার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের ঘোষণা করেন। মাত্র ১৩ মাস এই দায়িত্ব সামলানোর পর প্রবল চাপের মুখে তাঁকে বিদায় নিতে হচ্ছে। তাঁর ঠিক আগে যাঁরা এই দায়িত্বে ছিলেন, তাঁদেরও নেতৃত্ব ক্ষণস্থায়ী ছিল। কঠিন এই পরিস্থিতিতে কে দলের হাল ধরতে প্রস্তুত, তা এখনো স্পষ্ট নয়।

শেয়ার করুন