চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বার্লিনে ফিলিস্তিনিদের সমাবেশে যোগ দিল ইহুদিরাও

৪ জুন, ২০১৯ | ২:১৬ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনার ডেস্ক : জার্মানির রাজধানি বার্লিনে ইসরায়েলের সমালোচনা করে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিসহ বিভিন্ন দেশের নাগরিকরা। এ বিক্ষোভে অংশ নেন ইহুদিরাও। এসময় তারা ফিলিস্তিনের জনগনের প্রতি তাদের সমর্থন জানান এবং ইসরায়েলের সমালোচনা করা মানেই ‘ইহুদি বিদ্বেষ’ নয় বলে জানান।
ফিলিস্তিনের সমর্থনে যখন বার্লিনে বিক্ষোভ চলছিল তখন একই সময়ে ইসরায়েলের সমর্থনেও জার্মানির রাজধানীতে বিক্ষোভ করেছেন কয়েকশ মানুষ।
বার্ষিক আল-কুদস দিবস বা জেরুসালেম দিবসে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে ইসরায়েলের সমালোচনা করে জড়ো হন প্রায় দুই হাজার বিক্ষোভকারী। এসময় তাদের হাতে ‘ইসরায়েল শিশু হত্যাকারী’, ‘গাজাকে মুক্ত কর’ ইত্যাদি স্লোগান সম্বলিত ফেস্টুন দেখা যায়। বিক্ষোভকারীরা ‘ইসরায়েলের সমালোচনা মানেই ইহুদি বিদ্বেষ নয়’ এ ধরনের স্লোগানও দিয়েছেন। আল-কুদস দিবসের এ সমাবেশটি ইসরায়েলের কোনো কর্মকান্ডের যৌক্তিক সমালোচনা করলে সেটি ইহুদি বিদ্বেষ হয় কিনা সে আলোচনাও সামনে এনেছে।
তবে জার্মান ইহুদি বিদ্বেষ কমিশনার ফেলিক্স ক্লাইন বলেন, ‘‘২০১৯ সালে এসে ‘ইহুদি বিদ্বেষী’ স্লোগান শোনার বিষয়টি আসলে অপ্রত্যাশিত।’’ গত সপ্তাহে ইহুদিদেরকে জনসম্মুখে কিপ্পা না পরার পরামর্শ দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। এদিকে বিক্ষোভকারীরা বলছেন, ইসরায়েলের বিরুদ্ধে যৌক্তিক সমালোচনা কোনভাবেই ইহুদি বিদ্বেষ হতে পারে না। সমাবেশটিতে অংশ নেয়া বার্লিনের বাসিন্দা অ্যামেরিকান ইহুদি টম (ছদ্মনাম) বলেন, ‘জার্মানিতে ইসরায়েলের সমালোচনার বিষয়টি স্পর্শকাতর।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট