চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

কাতারে ২০৩০ এশিয়ান গেমসের লোগো উন্মোচন

কাতারে ২০৩০ এশিয়ান গেমসের লোগো উন্মোচন

ক্রীড়া প্রতিবেদক

৪ সেপ্টেম্বর, ২০২০ | ৯:০৭ অপরাহ্ণ

২০৩০ সালে এশিয়ান গেমস আয়োজনের লক্ষ্যে এগোচ্ছে কাতার। তারই ধারাবাহিকতায় গত বুধবার (২ সেপ্টেম্বর) নিলামের লোগো ও স্লোগান প্রকাশ করেছে দোহার ‘বিড কমিটি’।

কাতার অলিম্পিক কমিটির সভাপতি ও দোহা বিড কমিটির চেয়ারম্যান অফিসিয়াল লোগোটি উন্মোচন করেন। ‘ইয়োর গেইটএওয়ে’ স্লোগান নিয়ে এগোচ্ছে দেশটি। লোগো এবং স্লোগানে ফুটিয়ে তোলা হয়েছে কাতারের ঐতিহ্য ও আধুনিকতা। পাশাপাশি মেগা ইভেন্টটি এশিয়ান দেশগুলোর পরম্পরায় সফলভাবে আয়োজনের প্রতিশ্রুতিও দেয়া হয়েছে। এশিয়ার ন্যাশনাল অলিম্পিক কমিটিগুলোর জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করতে প্রত্যয়ী কাতার।

আয়োজক কমিটির চেয়ারম্যান বলেন, ক্রীড়া সমাজের পরিবর্তন আর শান্তির বার্তা ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ক্রীড়া আমাদের ঐক্যবদ্ধ করার অনুপ্রেরণা দেয়। বিশ্ব এ বছর মহামারিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০৩০ এশিয়ান গেমস আয়োজনের মধ্য দিয়ে কাতার ও এশিয়ান অলিম্পিক পরিবারের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি আমরা। দোহা ২০০৬ গেমসের ধারাবাহিকতায় সফল আয়োজন করতে চাই ২০৩০-এও।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট