চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

১৪ সেপ্টেম্বর থেকে ইতালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান চালু

পূর্বকোণ ডেস্ক

৪ সেপ্টেম্বর, ২০২০ | ৭:০১ অপরাহ্ণ

ইতালিতে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খুলে দেয়া হচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। দেশটিতে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে  ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে এবং শিক্ষামন্ত্রী লুসিয়া অ্যাজোলিনা ।

শিক্ষামন্ত্রী অ্যাজোলিনা বলেন, প্রধানমন্ত্রী কন্তে সেপ্টেম্বরে নিরাপদে স্কুলগুলো পুনরায় চালু করতে  অতিরিক্ত ১ বিলিয়ন ইউরো বরাদ্দ দিয়েছে ।‌ এই অর্থ শুধুমাত্র করোনাভাইরাসকে মোকাবিলা করতে নয়, বরং আমরা ভিন্ন আঙ্গিকের স্কুল নিয়ে স্বপ্ন দেখছি, যেখানে উন্নয়নের জন্য অর্থ ব্যয় হবে।’

করোনায় বিপর্যস্ত ইতালির অর্থনীতির পুনর্গঠনে ১৭২ মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। পরিস্থিতি সামাল দিতে এই অর্থ সহায়তা যথেষ্ট নয় বলে মনে করে ইতালি।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট