চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সৌদি আরবে ঈদ আগামীকাল

কামাল পারভেজ অভি, সৌদি আরব প্রতিনিধি

৩ জুন, ২০১৯ | ১০:৩৮ অপরাহ্ণ

আজ সোমবার (৩ জুন) সন্ধ্যায় সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার (৪ জুন) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। এছাড়া এ দিন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ঈদ উদযাপন হবে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় সৌদি আরবের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়।

সৌদি আরবে প্রথম বড় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬ টায় মক্কার মসজিদুল হারামে। এজন্য মক্কার মসজিদুল হারামে কঠোর নিরাপত্তার ব্যবস্হা গ্রহণ করা হয়েছে। মক্কার প্রথম ঈদ জামাতে সৌদি নাগরিক, প্রবাসী ও ওমরাহ পালনে আসা লাখ লাখ মুসল্লি নামাজে অংশগ্রহণ করবেন।

এদিকে, সোমবার (৩ জুন) আফ্রিকার দেশ মালিতে এ বছর বিশ্বের প্রথম ঈদুল ফিতর উদযাপন করা হয়। মঙ্গলবার সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশে বিভিন্ন উপজেলার শতাধিক গ্রামে মানুষ ঈদুল ফিতর উদযাপন করবেন কয়েক হাজার মানুষ। আবার ভারতীয় উপমহাদেশের অধিকাংশ মানুষ আগামীকাল চাঁদ দেখার উপর নির্ভর করে বুধবার (৫ জুন) ঈদুল ফিতর উদযাপন করবেন।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট