চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ভারতীয় সামরিক বিমান চীন সীমান্তের কাছে নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

৩ জুন, ২০১৯ | ৯:২৫ অপরাহ্ণ

চীন সীমান্তের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি এএন-৩২ বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে ১৩ জন আরোহী ছিল। বিমান বাহিনীর ওই বিমানটি আসামের জরহাট থেকে যাত্রা করেছিল।

বিমানটিতে আট ক্রু সদস্য এবং পাঁচ যাত্রী ছিল। সোমবার (৩ জুন) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে জরহাট থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর থেকেই বিমানটির আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। গন্তব্য ছিল অরুণাচল প্রদেশ৷

স্থানীয় সময় দুপুর ১টার দিকে বিমানটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ করা সম্ভব হয়েছিল। এরপর বিমানটির সঙ্গে সব ধরনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ বায়ুসেনা বিমানের সন্ধান পেতে সুখোই ৩০ ও সি-১৩০ বিমানকে পাঠানো হয়েছে৷ নয় বছর আগে মেচুকা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে এএন-৩২ মডেলের এয়ারক্রাফট৷

২০১৬ সালেও এএন-৩২র ভেঙে পড়ার রেকর্ড রয়েছে৷ ওই বছর জুলাই মাসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় এএন-৩২ বিমান৷ চেন্নাইয়ের তামবারাম থেকে রওনা দেয় বিমানটি। বঙ্গোসাগরের ওপর দিয়ে যাওয়ার সময় দুপুর ১২টা নাগাদ বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকে আর যোগাযোগ করা যায়নি। ৬ বিমানকর্মীসহ ২৯ জন আরোহী ছিলেন বিমানে। পাঁচদিন পরও বিমানের কোন খোঁজ মেলেনি৷

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন