চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাশিয়া‘লাতিন আমেরিকায় জঙ্গিদের উত্থান ঘটছে’

২৮ এপ্রিল, ২০১৯ | ২:০৮ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনার ডেস্ক : লাতিন আমেরিকার দেশগুলোতে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা ও আইএস’র উত্থান ঘটছে। সেখান থেকে এসব সন্ত্রাসী গোষ্ঠীর জন্য নতুন সদস্য সংগ্রহ করে তাদেরকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন রাশিয়ার সামরিক বাহিনীর গোয়েন্দা প্রধান ইগোর কস্তিইয়ুকভ।
তিনি বলেন, লাতিন আমেরিকার কোনো কোনো দেশে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য প্রশিক্ষণ শিবির খোলা হয়েছে যা নতুন ধরনের ঝুঁকি তৈরি করেছে। মস্কো আন্তর্জাতিক প্রতিরক্ষা ফোরামে দেয়া বক্তৃতায় ইগোর কস্তিইয়ুকভ এসব কথা বলেন। ফোরামে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষামন্ত্রী ও নিরাপত্তা বিশেষজ্ঞরা। লাতিন আমেরিকায় ৬০ লাখ মুসলমানের বসবাস রয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদেরকে টার্গেট করেছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট