চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভূমধ্যসাগরে আটকে আছে ৬৪ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

২ জুন, ২০১৯ | ৮:৫৪ অপরাহ্ণ

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে ৭৫ অভিবাসীবাহী একটি নৌকাকে বন্দরে ভিড়তে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা এফ.টি.ডি.ই.এস। এসব অভিবাসীর মধ্যে ৬৪ বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে।

সংস্থাটি জানায়, বিকল ইঞ্জিন নিয়ে ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাটি ভাসার সময় এটিকে তিউনিসিয়া কর্তৃপক্ষ আটকে দেয়। পরে মিশরের একটি টাগ বোট দিয়ে তাদের জাহাজে নিয়ে আসা হয়।

এ ব্যাপারে জাহাজের নাবিক জানান, ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা অভিবাসীদের জাহাজে আশ্রয় দেয়া হলেও তিউনিসিয়ার উপকূলীয় শহর জার্জিস বন্দরে ঢুকতে দেয়া হচ্ছে না। জাহাজটিতে প্রায় একশ’ জনের মতো রয়েছেন। আর মাত্র দুদিনের খাবার ও পানি আছে বলেও জানান তিনি।

জাহাজটিতে ৬৪ বাংলাদেশি ছাড়াও ৯ জন মিশরীয়, একজন মরক্কো ও সুদানের এক নাগরিক রয়েছে বলেও জানা গেছে।

কেন্দ্রীয় সরকারের সাহায্য ও অনুমতি ছাড়া নতুন কোনো অভিবাসী গ্রহণ করতে পারবে না তারা, সেখানকার স্থানীয় সরকারের দাবি এমনটাই।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট