চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পাপুয়া নিউ গিনির নতুন প্রধানমন্ত্রী জেমস মারাপে

৩১ মে, ২০১৯ | ২:১৫ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : কয়েক সপ্তাহের রাজনৈতিক উত্তেজনার পর অবশেষে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে পাপুয়া নিউ গিনি। দেশটির আইনপ্রণেতারা সাবেক অর্থমন্ত্রী জেমস মারাপেকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। একটি গ্যাস প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এপ্রিলে পদত্যাগ করেছিলেন মারাপে। গত বুধবার পাপুয়া নিউ গিনির বিদায়ী নেতা পিটার ওনিল পদত্যাগ করার পর তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। এ বছর ফরাসি কোম্পানি টোটাল ও যুক্তরাষ্ট্রের ফার্ম এক্সনমোবিলের সঙ্গে শত কোটি ডলার মূল্যের গ্যাস প্রকল্পে স্বাক্ষর করেন পিটার ওনিল। এ প্রকল্পের কারণে দেশটির গ্যাস রফতানির পরিমাণ প্রায় দ্বিগুণ হওয়ার কথা। তবে স্থানীয় কমিউনিটিগুলোর আশঙ্কা, এর থেকে তাদেরকে কোনও সুবিধা দেওয়া হবে না। এ নিয়ে পাপুয়া নিউ গিনিতে উত্তেজনা চলছিলো। এছাড়া সম্প্রতি বেশ কয়েকটি রাজনৈতিক দলত্যাগের ঘটনা তার নেতৃত্বকে প্রশ্নের মুখে ফেলে। গত কয়েক সপ্তাহ ধরে ওনিলের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করছিলো পাপুয়া নিউ গিনির মানুষ। শেষ পর্যন্ত বুধবার পদত্যাগে বাধ্য হন পিটার ওনিল।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট