ইন্টারন্যাশনার ডেস্ক : ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৬ ছাত্রকে বহিষ্কার করেছিল স্কুল কর্তৃপক্ষ। কিন্তু সেই রাগেই ওই ছয় ছাত্র এ কা- ঘটায়।
ভারতের মণিপুরের কাকচিং জেলার সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ঘটনাটি ঘটেছে।
ঘটনার পর তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। আর সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, গত সপ্তাহে অভিযুক্ত ৬ ছাত্রের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়া হয়। তারপরেই শুক্রবার স্কুলে আগুন ধরিয়ে দেয় তারা। তাদের সঙ্গে অবশ্য আরও অনেকে যুক্ত ছিলো। স্কুলের প্রিন্সিপ্যাল ফাদার ডমিনিক জানিয়েছেন, ‘ভয়াবহ ওই আগুনে ১০টি কক্ষ পুড়ে গেছে। তার মধ্যে ২টি রুমে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ছিল।’ স্কুল কর্তৃপক্ষের ধারণা, ওই ছাত্রদের বহিষ্কার করার পর স্থানীয় কোনও সংগঠনের সঙ্গে যোগাযোগ করে তারা।