চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বিশ্বের ক্ষুদ্রতম শিশুর বেঁচে ওঠা!

আন্তর্জাতিক ডেস্ক

৩০ মে, ২০১৯ | ১১:১৮ অপরাহ্ণ

পৃথিবীর বিভিন্ন প্রান্তে চোখের নিমিষে কতই না অবিশ্বাস্য ঘটনা ঘটে যায়!

সম্প্রতি ক্যালিফর্নিয়ায় তেমনই এক ঘটনা চমকে দিল গোটা বিশ্বকে।

বুধবার ক্যালিফর্নিয়ার একটি হাসপাতালের তরফে জানানো হল সেখানে জন্ম নিয়েছে বিশ্বের ক্ষুদ্রতম ও সবচেয়ে কম ওজনের একটি কন্যা শিশু । জন্মের সময়ে সেই শিশুর ওজন ছিল মাত্র ২৪৫ গ্রাম। একটি বড় মাপের আপেলের সমান ওজন ছিল ওই সদ্যোজাতের। 

হাসপাতালের কর্মীরা ভালোবেসে ওই ছোট্ট শিশুর নাম দিয়েছেন সেবি। সান ডিয়েগোর শার্প মেরি বার্চ হসপিটাল ফর উইমেনে মাত্র ২৩ সপ্তাহ তিন দিনের মাথায় জন্ম হয়েছে তার। ডাক্তাররা শিশুটির বাবাকে জানিয়ে দিয়েছিলেন মেয়ের সঙ্গে খুব বেশি হলে এক ঘন্টা সময় কাটাতে পারবেন তিনি। তার চেয়ে বেশি সময় জীবিত থাকার সম্ভাবনা ছিল না তার। কিন্তু তার ভাগ্যে লেখা ছিল অন্য কিছু।

হাসপাতালের তরফে প্রকাশিত একটি ভিডিয়োতে সেবির মা জানান, ‘সেই এক ঘন্টা পরিণত হল দুই ঘন্টায়।

এভাবে কেটে গেল একদিন। মনে আশা জেগেছিল। এভাবেই মৃত্যুর প্রহর গুনতে গুনতে কেটেছিল এক সপ্তাহ।’ 

তবে ডাক্তারদের অক্লান্ত চেষ্টার জেরে টানা পাঁচ মাস যমে মানুষে টানাটানির পর মে মাসের শুরুতে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে ছুটি দেয়া হয়েছে সেবিকে। এখন তার ওজন ২ কেজি ২০০ গ্রাম। 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট