চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সনাৎ জয়সুরিয়ার মৃত্যুর গুজব

পূর্বকোণ ডেস্ক

২৮ মে, ২০১৯ | ৩:৫৮ অপরাহ্ণ

‘মাতারা হারিকেন’ খ্যাত শ্রীলঙ্কার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সনাৎ জয়সুরিয়া কানাডার টরন্টোয় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন । রবিবার রাত থেকেই তার মৃত্যু গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছিল। কানাডা সফরকালে টরন্টোয় গত ২০ মে এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জয়সুরিয়ার। এমন একটি ভুয়া খবর বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রকাশ করে।

এমন খবরে উদ্বিগ্ন রবিচন্দ্রন অশ্বিন-আরশাদ ওয়ার্সিসহ বেশ কিছু ক্রিকেটার ও বলিউড তারকা উদগ্রীব হয়ে ওঠেন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য। গুজব উড়িয়ে শেষ পর্যন্ত সকলকে আশ্বস্ত করলেন জয়সুরিয়া নিজেই। জানিয়েছেন তিনি শ্রীলঙ্কায় সুস্থ অবস্থাতেই রয়েছেন।

ওই সব প্রতিবেদনে উল্লেখ করা হয়, গুরুতর আহত অবস্থায় জয়সুরিয়াকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরে জয়সুরিয়ার মরদেহ শনাক্ত করা হয়। কানাডায় অবস্থিত শ্রীলঙ্কা দূতাবাসের পক্ষ থেকে তার মৃত্যুর খবর সম্পর্কে নিশ্চিত করা হয়েছে বলেও ওই গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়।এমন খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে ক্রিকেট মহলে। সোমবার সকালে ভারতীয় স্পিনার অশ্বিন ঘটনার পরিপ্রেক্ষিতে একটি টুইট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘সনাৎ জয়সুরিয়ার মৃত্যুর খবর কি সত্যি? হোয়াটস অ্যাপে আমি এমনই একটি খবর পেলাম কিন্তু টুইটারে এ বিষয়ে কিছু জানতে পারছি না।’

শুধু ক্রিকেট পাড়াই নয়, বলিউড পাড়াতেও ছড়ায় উদ্বেগ। অভিনেতা আরশাদ ওয়ার্সি এক টুইট বার্তায় জানান, খবরটি রীতিমত ধাক্কা দিয়েছে তাকে। টুইটে তিনি লেখেন, খবরটি সত্যি খুবই দুঃখজনক এবং ধাক্কা দিয়েছে আমাকে।সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাত দিয়ে লঙ্কান কিংবদন্তির মৃত্যুর খবর পৌঁছে যায় দ্বীপরাষ্ট্রে জয়সুরিয়ার পরিবারের কাছেও। পরবর্তী সময়ে সব গুজব উড়িয়ে দিয়ে টুইট বার্তায় নিজের সুস্থ থাকার কথা জানান তিনি।ওই টুইটে জয়সুরিয়া লিখেছেন, ‘রাত থেকে গাড়ি দুর্ঘটনায় আমার মৃত্যুর যে খবর ছড়িয়ে পড়েছে, তা আমার পরিবারকে অস্বস্তিতে রেখেছে। আপনাদের কাছে অনুরোধ এমন খবর এড়িয়ে চলুন। সাম্প্রতিককালে আমি কানাডা যাইনি। আমি শ্রীলঙ্কাতেই রয়েছি এবং একেবারে সুস্থ রয়েছি।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট