চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কঙ্গোয় হ্রদে নৌকাডুবিতে নিহত ৩০

নিখোঁজ রয়েছে দুই শতাধিক

২৮ মে, ২০১৯ | ১:৫৯ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ডেমক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর মাই-এনডোম্বে হ্রদে নৌকা ডুবে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ রয়েছে দুই শতাধিক যাত্রী।
ডুবে যাওয়া নৌকায় চার শতাধিক যাত্রী ছিল। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, তাদের ১৭০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
শনিবার সন্ধ্যায় ডুবে যাওয়া নৌকাটি মাই-এনডোম্বে প্রদেশের রাজধানী ইনোনগো থেকে বলিয়াংওয়া যাচ্ছিল। কী কারণে নৌকাটি ডুবে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের কারণে সেটি ডুবে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গত মাসে কিভু হ্রদে দুইটি নৌকা ডুবিতে অন্তত ১৬৭ জনের মৃত্যু হয়।
মধ্য আফ্রিকার দরিদ্র দেশ কঙ্গোর যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। সেখানে অনেক জায়গায় নৌকা বা হেলিকপ্টার ছাড়া যাতায়াতের অন্য কোনো উপায় নেই।
দেশটিতে নৌ দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণে প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি নৌপথে যাতায়াতের সময় ‘লাইফ জ্যাকেট’ পরা বাধ্যতামূলক করেছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট