চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ট্রু-কলার ব্যবহারকারীদের সংরক্ষিত নাম্বার বিক্রি হচ্ছে চড়া দামে!

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০১৯ | ৮:২৮ অপরাহ্ণ

নিরাপত্তার খাতিরে বহু স্মার্টফোন ব্যবহারকারী তাদের স্মার্টফোনে ইনস্টল করেন ট্রু-কলার অ্যাপটি। ফলে কোনো অজানা নম্বর থেকে ফোন এলে সেই কলার-সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায় সহজেই৷ প্রয়োজনে ওই নম্বরটিকে ব্লক করে সেখান থেকে ফোন আসাও বন্ধ করা যায়।

কিন্তু অনেকেই জানেন না, যে ট্রু-কলার অ্যাপকে নিরাপত্তার খাতিরে ফোনে রাখছেন, সেই অ্যাপেই লুকিয়ে আছে আতঙ্কের বীজ। স্পষ্ট করে বললে, ভরসা করে যে অ্যাপটি ব্যবহার করছেন স্মার্টফোন ব্যবহারকারীরা, সেই অ্যাপই  লাখ লাখ টাকায় বেঁচে দিচ্ছে ভোক্তাদের ফোনে সেভ থাকা নম্বর।

সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে এনেছে সংবাদপত্র ইকোনমিক টাইমস।

সংবাদপত্রটি একটি প্রতিবেদনে জানায়, বিশ্বের ১৪ কোটি ট্রু-কলার ব্যবহারকারীর ফোনে সেভ করা নম্বর চড়া দরে বিক্রি করছে সংস্থাটি। এদের মধ্যে রয়েছেন প্রায় ৬০-৭০ শতাংশ ভারতীয়, যাদের ফোনে সেভ থাকা নম্বর প্রায় এক থেকে দেড় লক্ষ টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন বিদেশি সংস্থায়।

যদিও এ অভিযোগ উড়িয়ে দিয়েছে ট্রু-কলার। তাদের দাবি, ব্যবহারকারীদের কোন তথ্য ফাঁস হয়নি। পুরোটাই গুজব।

কোন ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়নি নিশ্চিত করে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি দেখা গেছে কিছু ব্যবহারকারী তাদের একাউন্টগুলোর অপব্যবহার করছে।

শেয়ার করুন