২৭ মে, ২০১৯ | ৩:০৮ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার আগে মা হীরাবেনের সঙ্গে দেখা করে এসেছেন নরেন্দ্র মোদি। রবিবার গান্ধীনগরের বাড়িতে গিয়ে মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নেন তিনি।
সম্প্রতি লোকসভা নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো জয় পেয়েছে মোদির দল বিজেপি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পূর্ববর্তী লোকসভা নির্বাচনের তুলনায় এবার আসন সংখ্যা আরো বাড়িয়েছে দলটি। গতবার এককভাবে ২৮২ আসন পাওয়া এ দল এবার পেয়েছে ৩০৩টি আসন।
বৃহস্পতিবার (৩০ মে) দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি। আর তার চারদিন আগে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতে যান তিনি।
রবিবার মোদির আগমনকে কেন্দ্র করে গান্ধীনগরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তারই মধ্যে রাস্তার দুই পাশে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নরেন্দ্র মোদির উদ্দেশে স্লোগান দিতে দেখা যায় সমর্থকদের। বিপুল জনস্রোতের উপস্থিতিতেই হীরাবেনের বাসভবনে পৌছায় প্রধানমন্ত্রীর বহর। বাড়িতে প্রবেশ করে মায়ের পা স্পর্শ করে প্রণাম জানান নরেন্দ্র মোদি। ছেলেকে আশীর্বাদ করে তার মঙ্গলকামনা করেন হীরাবেন।
মায়ের কাছে যাওয়ার আগে আহমেদাবাদ বিমানবন্দরের কাছে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মোদি। ৩০ মে সন্ধ্যা সাতটার দিকে মন্ত্রীদের সাথে রাষ্ট্রপতি ভবনে তিনি শপথ নেবেন।